সৌদি প্রো লিগে দুটো দলের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো এখনো গোল করতে পারেননি। তাঁর একটি আল ফাইহা। গতকাল এই দলের বিপক্ষেই এএফসি চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নেমেছিল রোনালদোর ক্লাব আল নাসর। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, এ ম্যাচেও বুঝি আল ফাইহা রোনালদোকে রুখে দেবে!
তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। রোনালদো ৮১ মিনিটে গোল করেছেন, ১-০ গোলে জিতিয়েছেন আল নাসরকে। চলতি বছরে এটি রোনালদোর প্রথম গোল। আর রোনালদোর ক্লাব ক্যারিয়ারেও এটা ছিল ১০০০তম ম্যাচ। ২০০২ থেকে ২০২৪—প্রতিবছরেই গোল করেছেন এই পর্তুগিজ তারকা।
নতুন বছরে প্রথম গোল করে নতুনভাবে উদ্যাপনও করেছেন পর্তুগিজ তারকা। সাধারণত বল জালে পাঠিয়ে কিছু দূর দৌড়ে গিয়ে শূন্যে লাফিয়ে শরীর মুচড়ে উল্টো করে মাটিতে নামার সময় আড়াআড়িভাবে হাত দুটি শরীরের দুই পাশে নামিয়ে আনেন রোনালদো, যা তাঁর ট্রেডমার্ক উদ্যাপন।
Leave a Reply